এ বছর সাড়ম্বরে গ্রুপের প্রথম পিকনিক হয় ঈশ্বরদী,পাকশী, কুষ্টিয়া, মুজিবনগরে। ব্যাপক আনন্দ উদ্দীপনা আর উপস্থিতিতে সদস্য রা দুটো দিন মেতে ছিল

আনন্দের আতিশয্যে। ২০১৫ সালে প্যানেলে যুক্ত ছিলেন নেওয়াজ মোর্শেদ রাসেল, রাসেল সুমন, মোঃ মাহামুদুল আলম সোয়েব, মিহরাবুর নাঈম, ফুয়াদ হোসেন আনন্দ, শওকত জামিল মোহসী প্রমুখ।